প্রতিহিংসার রাজনীতির শিকার: নিয়োগ মামলার চার্জগঠনে দাবি কুন্তলের

0
2

কেন্দ্রীয় এজেন্সির প্রয়োগে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা নিয়ে বরাবর সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার আদালতে ইডি (Enforcement Directorate) মামলার চার্জগঠন প্রক্রিয়ায় প্রতিহিংসার দাবি করলেন নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। যদিও মঙ্গলবার ইডি-র মামলা বিশেষ আদালতে চার্জগঠন (charge frame) প্রক্রিয়ায় আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী সংস্থা চার্জগঠনের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিলে সক্ষম হয়েছে।

মঙ্গলবার বিশেষ আদালতে একসঙ্গে ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন (charge frame) হয়। এর মধ্যে রয়েছে ২৮ টি কোম্পানি। এর মধ্যে ছিলেন কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়। বিচারক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। নিজের বিরুদ্ধে অভিযোগ শুনে কুন্তলের দাবি, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছেন বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রতিহিংসার রাজনীতির জন্যই এটা করা হচ্ছে। তিনি নির্দোষ।

অন্যদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুনে অর্পিতা দাবি করেন তিনিও নির্দোষ। কোনও সরকারি পদে যুক্ত ছিলেন না, কিছু জানতেন না। তিনি এব্যাপারে কিছুই জানতেন না বলেও দাবি করেন। এদিনের তালিকায় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক ভট্টাচার্য ছিলেন। চার্জ গঠন হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধেও।