নবান্নে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যোগ দেবেন একটি সরকারি অনুষ্ঠানে। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী।
রাজ্য জুড়ে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজি বছরের প্রথম সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে ঘোষণা করেছিলেন। ধনধান্য প্রেক্ষাগৃহে তার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের ভবিষ্যতের জন্য বার্তা দেবেন, জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তাই রাজ্যের কৃতী পড়ুয়াদের ভবিষ্যৎ চলার পথে এগিয়ে নিয়ে যাবে৷
আরও পড়ুন- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল ইউনুস সরকার
_
_
_
_
_
_
_
_
_