আল নাসের কি ছাড়ছেন রোনাল্ডো ? মুখ খুললেন সিআরসেভেন

0
3

আর কি আল নাসেরের হয়ে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রোনাল্ডোর অনুরাগীদের মধ্যে। গত তিন বছর সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন সিয়ারসেভেন। চলতি বছরই চুক্তি শেষ তাঁর। এরপরই রোনাল্ডোর অনুরাগীদের মধ্যে জল্পনা ছড়ায় কোন ক্লাবে যোগ দিতে চলেছেন রোনাল্ডো? আর এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রোনাল্ডো। জানালেন আগামী পরিকল্পনা।

এই নিয়ে রোনাল্ডো বলেন, “আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে। “ এরপর সিআরসেভেন আরও বলেন, “আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।“ রোনাল্ডোর কথায় স্পষ্ট তিনি আল নাসেরের হয়েই খেলতে চান। সৌদিতেই কেরিয়ার শেষ করতে চাইছেন তিনি।

আরও পড়ুন- ফের কোহলির ওপর ক্ষুব্ধ গাভাস্কর, কি করলেন বিরাট ?