তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকার খুন কাণ্ডে এবার তদন্তে এল ফরেনসিক দল। চার সদস্যের ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন।
পাশাপাশি তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হিন্দি সেলের মালদহ জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠানো হয়েছে তার দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারি কেও। ইংরেজবাজার থানায় এদিন দুপুর থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই।ফাঁসানো হচ্ছে তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।
প্রসঙ্গত উল্লেখ্য,২০২২ সালে পৌরসভা নির্বাচনে নরেন্দ্রনাথ তিওয়ারী ও বাবলা সরকারের গোষ্ঠীর মধ্যে ব্যপক গন্ডগোল হয়েছিল। বাবলা সরকারের গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ তিওয়ারী ও তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান এই সূত্রেই বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা।তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন- কলকাতায় দুর্ঘটনা এড়াতে অভিনব সেমিনার ট্রাফিক পুলিশের, ভিডিও দেখিয়ে ধরানো হল বাস-চালকদের ত্রুটি
_
_
_
_
_
_
_
_




























































































































