মঙ্গলের সকালে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামলেন শহরবাসী। নেপালের তীব্র ভূমিকম্পের জেরে কেঁপে উঠলে কলকাতাসহ এরাজ্যের বিস্তীর্ণ জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ মিটার গভীরে। আধঘণ্টার মধ্যে অনুভূত আরও ২ কম্পন।
ঘড়ির কাঁটা ঠিক ৬:৩৫ মিনিট। শীতের সকালে কম্পনের আতঙ্ক শহরজুড়ে। নেপালের ভূমিকম্পের জেরে এ রাজ্যের কলকাতা থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠলো। কম্পন অনুভূত সিকিমেও। সিসমোগ্রাফ অনুযায়ী দ্বিতীয় কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ৭টা ২মিনিটে, তীব্রতা ৪.৭। এর পাঁচ মিনিটের মধ্যেই ৭টা ৭মিনিটে অনুভূত হয় তৃতীয় কম্পনটি। এইবার তীব্রতা ছিল ৪.৯। বাংলার জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুর, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতে কম্পন টের পাওয়া গেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
–
–
–
–
–
–
–
–





























































































































