অসমে ‘ব়্যাট হোল’ খনিতে ৩ শ্রমিকের মৃত্যু, উদ্ধারকাজে সেনা-জওয়ানরা 

0
1

৩০০ ফুট গভীর ব়্যাট হোল খনির (Rat hole mining) ভিতরে আটকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হল অসমে(Assam)। খনিতে জল ঢুকে যাওয়ায় বিপত্তি। প্রাথমিকভাবে জানা যায় ১৮ জন শ্রমিক আটকে পড়েছেন। সোমবার থেকেই জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সঙ্গে রয়েছেন পুলিশ এবং দমকল কর্মীরাও। মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অসম, মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলনের জন্য ব়্যাট-হোল মাইনিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।২০১৪ সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই ব়্যাট-হোল মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে যায়। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, তিন শ্রমিকের দেহ জলে ভাসতে দেখা গেছে। দড়ি এবং ক্রেনের পাশাপাশি ডুবুরি এবং কপ্টার ব্যবহার করেও বাকি শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।