পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতা, সোম-মঙ্গলে রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি!

0
1

পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতা, সোম-মঙ্গলে রাজ্যজুড়ে ‘নতুন’ অশনি! ৪ জেলায় বৃষ্টির সতর্কতা! আগামী ৭ দিন কী হতে চলেছে? জানাল আলিপুর!

আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা আগামী সপ্তাহে। রাত পোহালেই নতুন সতর্কতা বাংলা জুড়ে। কলকাতা-সহ একাধিক জেলায় নতুন করে আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

গত দু’দিন ধরে বেশ খানিকটা কাঁপুনি ধরালেও এবার গা ঢাকা দিতে শুরু করেছে শীত। এদিন দিনভর রাজ্যের সিংহভাগ জায়গায় স্বাভাবিকের উপরে রয়েছে পারদ। হাওয়া অফিস বলছে সোমবার থেকে আরও বাড়বে তাপমাত্রা।

সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট বলছে, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।

মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। তারপরেই বড় বদল আবহাওয়ার। তারতম্যের সম্ভাবনা তাপমাত্রাতেও।