এক ছাতার তলায় সব পরিষেবা, সেবাশ্রয় গরিবের সঞ্জীবনী সুধা

0
1

শুধু স্বাস্থ্য পরীক্ষা বা বিনামূল্যে বিতরণ নয়, এক ছাতার তলায় চিকিৎসা পরিষেবা থেকে ব্যয়বহুল স্বাস্থ্য পরীক্ষা, সবই হচ্ছে ‘সেবাশ্রয়’ শিবিরে (Sebaashray camp)। রোগীর প্রয়োজনে উন্নত হাসপাতালে রেফার করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেখানে সবরকম সুযোগ-সুবিধা পেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানাচ্ছেন রোগীদের পরিবার। সাংসদের উদ্যোগে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ শিবির গরিব মানুষের কাছে সঞ্জীবনীর মতো হয়ে উঠেছে!

সাধারণ একটা আল্ট্রাসোনোগ্রাফি (ultrasonography) টেস্টের খরচ বহন করা অনেকের কাছেই কঠিন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই সব ভেবেই গরিব খেটে খাওয়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছেন একেবারে বিনামূল্যে। এমন মানবিক সাংসদকে পেয়ে গর্বিত সকল ডায়মন্ড হারবারবাসী। বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিতে পঞ্চম দিনেও মানুষের ঢল নেমেছে সেবাশ্রয় (Sebaashray) শিবিরেগুলিতে। প্রবল উৎসাহের সঙ্গে তাঁরা শামিল হচ্ছেন। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

প্রথম চার দিনের উপস্থিতির সংখ্যা নজর কেড়েছে। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা এলাকার ৪১টি শিবিরে প্রথম চার দিনের উপস্থিতি ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ ও ১৫৭৮৫ জনের। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২, ৭০৫৩ ও ৮,৪৬৭ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২, ৬৫৩৭ ও ৮১০৮ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬, ২৫৩ ও ৩৬০ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে।