নতুন বছরের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে শেষ বারের মত নাম নথিভুক্তকরণের জন্য পোর্টাল চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৭ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত ওই পোর্টাল চালু রাখা হবে।
পর্ষদের তরফে যেমন অনলাইনে রেজিস্ট্রেশনের খুঁটিনাটি বলা হয়েছে। বিভিন্ন স্কুলের দাবি, পোর্টাল সব সময় সক্রিয় থাকছে না। সার্ভার ডাউন থাকার কারণে নাম নথিভুক্তকরণের কাজ দ্রুত শেষ করতে সমস্যা হচ্ছে। তাদের বক্তব্য, প্রযুক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও দ্রুততার সঙ্গে যাতে নাম নথিভুক্ত করে নিতে পারে, তার জন্য পড়ুয়াদের সঙ্গে তো বটেই, অভিভাবকদের জন্যও ডোর-টু-ডোর ক্যাম্পেন করা হয়েছে।
–
–
–
–
–
–
–
–