আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। সোমবার নতুন বছরে প্রথম ম্যাচে নামছে অস্কার ব্রুজোর দল। ঘরের মাঠে লাল-হলুদের সামনে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। আইএসএলের প্রথম ছয় ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়ায় অনেক পিছিয়ে যেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। অস্কার ব্রুজোর হাত ধরে পরের সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পুরনো বছরের শেষ পর্বে লিগের লড়াইয়ে ফিরেছে লাল-হলুদ ব্রিগেড।
এবারের চেনা ছন্দে নেই মুম্বই। শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন গোলে হেরে অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের মুখোমুখি রনবীর কাপুরের দল। পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল যখন ১১ নম্বরে, তখন তিরি, লালিয়ানজুয়ালা ছাংতেদের মুম্বই রয়েছে ৭ নম্বরে। তবে ক্লেটন সিলভাদের কোচ অফ ফর্মের মুম্বইকেও সমীহ করছেন। ডার্বির আগে এই ম্যাচ জিতে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে চান ইস্টবেঙ্গল কোচ।
তবে মুম্বই দ্বৈরথের আগে লাল-হলুদ শিবিরে স্বস্তি বাড়িয়েছে আনোয়ার আলি, লালচুংনুঙ্গার ফিট হয়ে যাওয়া। দু’জনেই খেলার জন্য তৈরি। তবে ম্যাচের আগের দিনও সৌভিক চক্রবর্তীর খেলা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। অস্কার জানিয়েছেন, সৌভিকের খেলার সম্ভাবনা ৫০-৫০। যদিও রবিবার আনোয়ারদের সঙ্গে পুরোদমেই অনুশীলন করেছেন সৌভিক। বাঙালি মিডফিল্ডার খেলতে না পারলে মুম্বইয়ের মাঝমাঠের দাপট ও উইং-প্লে আটকাতে জিকসন সিং ও আনোয়ারকে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলাতে পারেন ইস্টবেঙ্গল কোচ।
ম্যাচের আগে মুম্বই নিয়ে অস্কার বললেন, ‘‘মুম্বই সিটি লিগের অন্যতম সেরা দল। যথেষ্ট শক্তিশালী। ওরা একটা নির্দিষ্ট স্টাইলে খেলে। ওদের মাঝমাঠের ধার বেশি। দুই উইং দিয়ে দ্রুত গতিতে সবচেয়ে বেশি আক্রমণে ওঠে। গত ম্যাচে হারের ক্ষত নিয়ে ওরা নামছে। তবে ওদের শক্তি ও দুর্বলতা আমরা জানি। সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করব। সেটা মাঠে কার্যকর করতে হবে।”
এদিকে সূত্রের খবর, ডার্বির আগে তালালের পরিবর্ত নতুন বিদেশি শহরে চলে আসতে পারেন। মঙ্গল-বুধবারের মধ্যে নতুন বিদেশির নাম ঘোষণা করতে পারে ক্লাব। ভিসা সমস্যা কাটিয়ে সাউল ক্রেসপোও চলে আসছেন ডার্বির আগে।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–
–
–
–
–
–
–





























































































































