গঙ্গাসাগরে বাংলাদেশ ফেরত ৯৫ মৎস্যজীবীর সঙ্গে দেখা করবেন মমতা

0
1

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে আজ, সোমবার গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।

সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রমের কার্যালয়ে। এদিকে রবিবারই জেলবন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ থেকে ভারতে ফিরছে। পাশাপাশি ভারত থেকেও বাংলাদেশের মৎস্যজীবীরা ফিরে যাবেন তাদের দেশে।
মুক্ত মৎস্যজীবীদের সঙ্গে নিয়েই, গঙ্গাসাগর হেলিপ্যাড ময়দানের পাশে পুণ্যার্থীদের জন্য ‘পথশ্রী’ প্রকল্পে কিছু রাস্তা, কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১০০ শয্যার হস্টেল, পাথরপ্রতিমায় জেটি-সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।