বাংলাদেশ থেকে ভারতে কাকদ্বীপের মৎস্যজীবীরা, অভ্যর্থনা মন্ত্রীর

0
4

অবশেষে ভারতের মাটি ছুঁলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। বাংলাদেশের (Bangladesh) জেলমুক্তি থেকে ভারতে ফেরার কাগজপত্র তৈরি – যাবতীয় কাজ পরিচালনায় রাজ্য সরকার তৎপরতা দেখানোয় মাত্র তিন মাসের মধ্যে ঘরে ফেরা সম্ভব হল ৯৫ মৎস্যজীবীর (fishermen)। সোমবারই সাগরদ্বীপে পৌঁছান তাঁরা। দীর্ঘ সাগর যাত্রার পরে তাঁদের অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hajra)।

বাংলাদেশের সঙ্গে মৎস্যজীবী মুক্তির চুক্তি অনুযায়ী ভারতের জেল থেকে মুক্ত করা হয় বাংলাদেশের ৯০ মৎস্যজীবীকে। রবিবার বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপরে জলসীমায় (IMBL) জাহাজের উপর হস্তান্তর করা হয় তাঁদের ভারতের মৎস্যজীবীদের সঙ্গে। ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে তুলে দেওয়া হয় কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে। সেখান থেকে নৌসেনার দুই জাহাজে তাঁরা সুন্দরবনের দিকে রওনা দেন।

সোমবার বেলা ১১.৩০টা নাগাদ তাঁরা ভারতের মাটি ছোঁন। সাগরে মৎস্যজীবীদের অভ্যর্থনা জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hajra)। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কোটেশ্বরা রাও ও ভারতীয় কোস্ট গার্ড, নৌবাহিনীর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবারই গঙ্গাসাগরে গিয়ে তাঁদের স্বাগত জানাবেন।