আতঙ্ক ছড়াবেন না, নয়া ভাইরাস নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

0
3

অযথা আতঙ্ক নয় বরং সতর্ক থাকুন। HMP ভাইরাস নিয়ে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, গঙ্গাসাগরে (Gangasagar) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মুখ্যসচিব আগাম সচেতনতার জন্য ইতিমধ্যে বৈঠক করেছেন। “এজন্য আপনাদের কোনওভাবেই আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। এই নিয়ে এখন কোনও সতর্কতা জারি করা হয়নি।“ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমাদের সরকার সব রকম পরিষেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে। আপনারা দেখেছেন করোনার সময় কীভাবে আমরা কাজ করেছি। এরপর যেমন পরিস্থিতি হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।“

কলকাতায় এক ৬ মাসের শিশুর দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাসের (HMPV) হদিশ মিলেছে বলে খবর। বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি সে। হাসপাতাল সূত্রে খবর, এখন পুরোপুরি সুস্থ সে। শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্যানেল টেস্ট করলে বোঝা যাবে কোন প্রজাতির ভাইরাস রয়েছে তার দেহে।

ইতিমধ্যেই ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। স্বাস্থ্য দফতরের তরফেও আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে। বেঙ্গালুরু এবং আমেদাবাদের আক্রান্ত তিন শিশুকে নিয়েও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক বিবৃতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শিশুদের দেহে এইচএমপিভি মিললেও সেটি চিনা ভ্যারিয়েন্টের নয়। আক্রান্ত শিশুরাও সম্প্রতি বিদেশে যায়নি। সোমবার সকালেই তিন শিশুর এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তাদের মধ্যে দুজন বেঙ্গালুরুর, অন্যজন আমেদাবাদের।