তিনি ভারতীয়। তাই এমন বঞ্চনা! তার সঙ্গে এবার যে অবমাননা হল, তাতে তিনি বোধ হয় কিছুটা অসহায় বোধ করলেন। ফলে নেহাত চুপচাপ থাকলেন।মেলবোর্নের পর সিডনিতেও সিরিজের শেষ টেস্ট ম্যাচ হেরেছে ভারত।
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই জায়গা পাকা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অস্ট্রেলিয়া তাদের জায়গা পাকা করল। বিশ্বের অন্যতম সেরা দল নিয়েও ব্যর্থ ভারত। এদিকে, বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সিডনি টেস্ট শেষ হয়ে গেলেও বিতর্কের রেশ থেকে গেল।
তার ও অ্যালান বর্ডারের নামে ট্রফি। অথচ ট্রফি দেওয়ার সময় শুধু উপস্থিত বর্ডার। মাঠে উপস্থিত থাকা সত্ত্বেও সুনীল গাভাসকরকে ডাকা হল না। তাহলে কি ভারতীয় বলেই এই বৈষম্য?
–
+
–
–
–
–
–
–