রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ অশ্বিনের, ভুল বুঝতে পেরে কী করলেন তিনি ?

0
1

সোশ্যাল মিডিয়ায় ভুল করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ করে ফেলেন তিনি। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেই ভুল শুধরে নেন অশ্বিন।

ঘটনার সূত্রপাত, সোশ্যাল মিডিয়ায়, অশ্বিনের একটি পোস্টের নীচে একজন কমেন্ট করেন। সেখানে তিনি লেখেন, “অস্ট্রেলিয়া ভেবেছিল ওরা আমাদের চুনকাম করতে পারবে।” যে এই কমেন্ট করেছিলেন তাঁর প্রোফাইল ছবিতে রীতিকা সাজদে ছবি ছিল। সেটি দেখে অশ্বিন ভাবেন, রোহিতের স্ত্রী রীতিকাই হয়তো মেসেজে করেছেন। আর সেই কারণে অশ্বিন পাল্টা মেসেজ করেন, “রীতিকা কেমন আছ? বাড়ির ছোট্ট সদস্য ও পরিবারের বাকিদের অনেক ভালবাসা।” তার জবাবে ওই ব্যবহারকারী লেখেন, “আমি ভাল আছি অশ্বিন দাদা।“ আর এই জবাব পেয়েই সঙ্গে সঙ্গে অশ্বিন তাঁর কমেন্ট মুছে ফেলেন। নেটিজেনরা মনে করছেন, অশ্বিন হয়তো বুঝতে পেরেছিলেন যে, ভুল কাউকে মেসেজ করেছেন। রীতিকার ছবি প্রোফাইলে থাকলেও ওই ব্যবহারকারী রীতিকা নন। যদিও এই বিষয়ে রোহিত, রীতিকা বা অশ্বিন পরে কিছু জানাননি।

সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টের পরই অবসর নেন অশ্বিন। তবে আইপিএল-এ খেলবেন তিনি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে : সূত্র