ভয়ঙ্কর দুর্ঘটনা! বাগুইআটিতে অ্যাপ বাইকে ধাক্কা বাসের! মৃত চালক

0
3

সওয়ার নিয়ে বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল বাইকটি। বাগুইআটির নারায়ণতলার কাছে ডিএন ১৬ রুটের বাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়েন ওই বাইক চালক ও তাঁর পেছনে বসে থাকা মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ওই চালককে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় আশঙ্কাজনক মহিলা যাত্রী। মৃতের নাম সৌরভ মজুমদার। ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে ধরে ফেলে। ভাঙচুরও চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, বাইকটি সঠিকভাবেই যাচ্ছিল পেছন দিকে বাসটি অনিয়ন্ত্রিতভাবে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পরে দুইজন। ছেলেটির মাথায় গুরুতর চোট লাগে।

আরও পড়ুন- দোষীরা শাস্তি পাবেই: বাবলার পরিবারকে আশ্বাস চন্দ্রিমার, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান চৈতালি

_

_

_

_

_

_

_

_

_