ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা শহর। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে সোমবার প্রভাব পড়েছে বিমান ওঠানামায়। ঘন কুয়াশার কারণে সোমবার সকালে দু’ঘণ্টায় মোট ৬০টি বিমানের পরিষেবা বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দমদম থেকে এদিন ৩০টি বিমান দেরিতে রওনা দিয়েছে। অবতরণেও দেরি হয়েছে ৩০টি বিমানের।
উত্তর ২৪ পরগনায় সোমবার ঘন কুয়াশার পূর্বাভাস আগে থেকেই ছিল। জেলার কোনও কোনও অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসে। ঘন কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা কমে যায় বিমানবন্দরেও। দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, দৃশ্যমানতা কম থাকার কারণে সকাল ৭টা থেকে বিমানবন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।
কুয়াশার কারণে বিমান পরিষেবা বিঘ্ন হওয়ায় যাত্রীদেরও দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় বিমানবন্দরে। যদিও কলকাতা বিমানবন্দরের ডিরেক্টরের দাবি, অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। এখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিমান পরিষেবা।
–
–
–
–
–
–
–
–





























































































































