আবহাওয়ার বারবার মুড সুইংয়ের জেরে শীতের আমেজ থেকে বঞ্চিত রাজ্যবাসী। জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের স্পেল শুরু হতে না হতেই ফের ছন্দ পতন। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী দু তিন দিন হালকা বৃষ্টিভাবে তাপমাত্রা। এরপর বুধবার থেকে ফের একবার পারদ পতন হবে। পরবর্তী দু-তিন দিন অর্থাৎ সপ্তাহান্তে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ফলে শীতের আমেজ থাকবে সেসময়। দক্ষিণের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে।
উত্তরের জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতও হবে। কিন্তু কনকনে ঠান্ডা কবে আবার অনুভূত করতে পারবে রাজ্যবাসী সেই বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- মুম্বইয়ের রাস্তায় ‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার উপর হামলা!
_
_
_
_
_
_
_
_
_