১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয় ভারতের। আর এই হারের কারণ হিসাবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকেই কাঠগড়ায় দাঁড় করালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে ৩৫০-৪০০ রান করতে হত ভারতকে।
এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ ভারত ভাল ব্যাটিং করতে পারেনি। টেস্টে আরও ভাল ব্যাটিং করতে হবে। না হলে জেতা মুশকিল। ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না। ৩৫০-৪০০ রান করতে হবে। সকলকে রান করতে হবে। কোনও এক জনের উপর দোষ দিলে হবে না। প্রত্যেকের ব্যাটে রান চাই।“
এদিকে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন বিরাট। সেই কারণ বুঝতে পারছেন না সৌরভ। এই নিয়ে মহারাজ বলেন, “বুঝতে পারছি না কেন ও রান পাচ্ছে না। এত বড় একজন ক্রিকেটার। তবে আমি নিশ্চিত যে ও এই সমস্যা কাটিয়ে উঠবে।”
আরও পড়ুন- ‘বিতর্কিত কিছু নেই’, রবিবার সিডনিতে স্যান্ডপেপার বিতর্ক উস্কে দিলেন কোহলি
–
–
–
–
–
–
–
–
–





























































































































