নতুন বছর শুরু হতে না হতেই বিদ্রোহ আর সংঘর্ষে রক্তাক্ত পাক ভূমি (Pakistan Blast)। শনিবার বালোচিস্তান প্রদেশের তুরবত শহরে একটি আইইডি বিস্ফোরণে আধাসেনা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বালোচ লিবারেশন আর্মি (BLA) এই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে।
করাচি থেকে তুরবত শহরে আধাসেনা নিয়ে একটি বাস আসার সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাস, পাশের গাড়িতেও আগুন ধরে যায়। আধাসেনা-সহ ৬ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত তিরিশের উপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা, বিশাল পুলিশবাহিনী ও দমকল। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার দায় স্বীকার করে বিএলএ-র তরফে জানানো হয় যে পুলিশের কনভয় টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
–
–
–
–
–
–
–
–