ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘খাদান’ (Khadaan) নতুন বছরের প্রথম সপ্তাহেও নিজের সাফল্য ধরে রেখেছে। বাংলার গণ্ডি ছাড়িয়ে গত ৩ তারিখে দেশব্যাপী মুক্তি পেয়েছে সুপারস্টার দেব- যিশু (Dev and Jishu) অভিনীত এই মাস-কমার্সিয়াল ছবি। দুদিনেই বলিউডে বাজিমাত করলেন টলিউডের ‘রাজার রাজা’। মুম্বই হোক বা বেঙ্গালুরু, কিংবা হায়দরাবাদ থেকে শুরু করে পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুলের পথে। বছরের প্রথম রবিবারে দিল্লিতে ‘খাদান’ (Khadaan) ম্যানিয়ার কথা জানালেন স্বয়ং অভিনেতা।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স(Dev Entertainment ventures) ও সুরিন্দর ফিল্মসের (Surindar Films) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেশব্যাপী মুক্তিপ্রাপ্ত খাদান (Khadaan) সিনেমার হলতালিকা প্রকাশ করে জানানো হয়েছে, জাতীয় স্তরেও হাউসফুল কয়লা খনির গল্প। অভিনেতা দেব (Dev) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন দিল্লি-এনসিআরের রবিবারের শো-ও হাউসফুল। মধ্যরাতে হাউসফুল সিনেমা হল কিংবা মুক্তির দিনে এক কোটি টাকা রোজগার করে বছর শেষের এই বাংলা ছবি, এর আগেই নজির গড়েছে। মাত্র ১১ দিনে ১০ কোটির বেশি ব্যবসা করেছে খাদান (Khadaan)। ১৫ দিনে ছবির মোট আয় ১২.৩ কোটি টাকা। এই জয়যাত্রা অব্যাহত থাকলে ‘বহুরূপী’কে খুব তাড়াতাড়ি টেক্কা দিতে চলেছে দেবের (Dev) ছবি, আশাবাদী অনুরাগীরা। রাজ্যের রাজধানী হোক বা দেশের, সর্বত্র একটাই কথা ‘আছে রে আছে বুকের পাটা/মাটির ছেলে, বাপের ব্যাটা…’
–
–
–
–
–
–
–
–
–





























































































































