পোরবন্দরে কোস্ট গার্ডের কপ্টার দুর্ঘটনা! মৃত ৩

0
1

রবিবাসরীয় দুপুরে মহড়া চলাকালীন গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার (Indian Coast Guard Chopper Crash)! প্রাথমিকভাবে দুজনের পাইলট-সহ ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জাডেজা এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় নিয়মমাফিক মহড়া চলাকালীন দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। তার পরই আগুন ধরে যায়। রিপোর্ট বলছে, যে চপারটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুব। এটি ২০০২ সাল থেকে পরিষেবায় রয়েছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রের জন্যই এটি তৈরি করা হয়েছে।