১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিডনিতে চলছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট । সেই টেস্টে অস্টেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে ২০১৪-১৫ বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার । সিরিজে টিম ইন্ডিয়ার হার ১-৩ ফলে ।
বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের পর চলতি সিরিজে একেবারেই দাপট দেখাতে পারেনি ভারতীয় দল । অফ ফর্ম থাকার কারণে নিজেই পঞ্চম টেস্ট থেকে সরে দারিয়েছেন রোহিত শর্মা। তবে কোথায় কি । সেই ব্যাটিং ব্যর্থতার কারণেই পঞ্চম টেস্ট হারল ভারত । দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রান করে টিম ইন্ডিয়া । দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া আর কেউ রান পাননি । দ্বিতীয় দিনের খেলার শেষে ভারতীয় দলের রান ছিল ৬ উইকেটে ১৪১। তবে তৃতীয় দিন আর বেশি দূর এগোতে পারেনি ভারত। রবিবার সকালে পর পর আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। করেন ১৩ রান । ওয়াশিংটন সুন্দর koren ১২ রান । অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন স্কট বোলান্ড । ৩ উইকেট নেন কামিন্স । এক উইকেট নেন ওয়েবস্টার । অজিদের জয়ের জন্য দরকার ছিলো ১৬২ রান । যা সহজে করে ফেলে প্যাট কামিন্সের দল ।
দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে ৪১ রান করেন ওসমান খোয়াজা । ৩৯ রানে অপরাজিত ওয়েবস্টার । ৩৪ রানে অপরাজিত ট্রাভিস হেড । ভারতের হয়ে তিন উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা । এক উইকেট মহম্মদ সিরাজের । এদিকে পিঠের চোটের জন্য শনিবার মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই উঠে গিয়েছিলেন অধিনায়ক যশপ্রীত বুমরাহ। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, সিডনিতে তিনি আর বল করতে পারবেন না। রবিবার ব্যাট করলেও পরে আর মাঠে নামেননি তিনি। দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–
—
–
—
–
—
–
—
–