রাজ্য জুড়ে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে

0
1

একে বাধাহীন উত্তুরে বাতাস প্রবেশ করছে। তার উপর মেঘমুক্ত আকাশ। তাই রাজ্যের নানা অংশে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে।

আবহবিদরা জানিয়েছেন উত্তর পশ্চিম ভারত থেকে উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়।আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গবাসী একটানা বেশিদিন হাড়কাঁপানো ঠান্ডা পাবেন না।
এক সপ্তাহ পর আগামী রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাবে উত্তুরে বাতাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গের বাগডোগরার তুলনায় বেশি ঠান্ডা ছিল দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে। শনিবার বাগডোগরার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটুর জন্য বাগডোগরাকে টেক্কা দিয়েছে ঝাড়গ্রাম৷‍‍‍

আবহাওয়া দফতর বলছে রবিবার থেকে আরও কমবে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই একাধিক জেলায় রীতিমতো কুয়াশার দাপট দেখা গিয়েছে। রবিবারও দেখা যেতে পারে একই ছবি। দৃশ্যমানতা কমে যেতে পারে অনেকটাই। উত্তরবঙ্গেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রবিবার কুয়াশার দাপট আরও বাড়বে। তবে এদিন আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।