ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াই, ৪ মাওবাদী নিধনে মৃত্যু এক পুলিশ কর্মীর

0
3

মাওবাদী কার্যকলাপ দমনের বিশেষ বাহিনী তৈরি করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র সহ মাও অধ্যুষিত রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে। ছত্তিশগড়ের অবুঝমাড়ে (Abujhmad) শনিবার থেকে শুরু হওয়া গুলির লড়াইতে মৃত্যু হল চার মাওবাদীর। তবে প্রাণ গিয়েছে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (DRG) এক হেড কনস্টেবলের। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র।

ছত্রিশগড়ের (Chhattisgarh) অবুঝমাড় মাওবাদীদের শক্ত খাঁটি হিসেবেই পরিচিত। শনিবার সেখানে ডিআরজি (DRG) এবং এসটিএফের (STF) যৌথবাহিনী অভিযান চালায়। শনিবার সন্ধ্যা থেকে চলা অভিযান রবিবার ভোররাত পর্যন্ত চলে। সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একে-৪৭ (AK-47), এসেলারের (SLR) মতো স্বয়ংক্রিয় বন্দুক, কার্তুজ। তবে সান্নু কুমার নামে এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে।

সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে ডিআরজি (DRG) ও এসটিএফের (STF) যৌথ বাহিনী। প্রথম শ্রেণীর মাওবাদী নেতাদের নিধন, সহ আত্মসমর্পণ করেছে বেশ কিছু মাওবাদী জঙ্গি। যদিও এরপরে ফের পুলিশ ও যৌথ বাহিনীর উপর আক্রমণ করতে পিছপা হয়নি মাওবাদীরা। তবে যৌথবাহিনীর তরফ থেকেও পাল্টা আঘাত করা হয়েছে। এরকমই পরিকল্পিত শনিবারের আক্রমণে সাফল্য যৌথ বাহিনীর।