বিটাউনে আক্রান্ত অভিনেতা, প্রয়োজনীয় পদক্ষেপ না করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুম্বইয়ের রাস্তায় ‘ক্রাইম পেট্রোল’ অভিনেতা রাঘব তিওয়ারিকে (Raghav Tiwari)ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীর। রড দিয়ে মাথায় আঘাতের পর বাইক নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ। এরপর ভারসোভা থানায় গিয়ে গোটা বিষয়টি জানালেও পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলে অভিযোগ অভিনেতার। শুধু তাই নয়, রাঘব জানান, ওই বাইক আরোহী আসলে অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখের ছেলে মহম্মদ জায়েদ। প্রভাবশালী হওয়ার কারণেই কি অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না পুলিশ, উঠছে প্রশ্ন।
যদিও এই ঘটনা কয়েকদিন আগের। আনা যায়, গত ৩০ ডিসেম্বর শপিং করে বন্ধুর গাড়ি করে এসে রাস্তা পেরোনোর সময় এক বাইক আরোহীর সঙ্গে ধাক্কা লাগে তাঁর। তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান ‘ক্রাইম পেট্রোল’ অভিনেতা। কিন্তু তাতে সমস্যা মেটেনি। উল্টে বাইক আরোহী চোটপাট শুরু করেন এবং পকেট থেকে ধারালো অস্ত্র বের করেন বলে অভিযোগ অভিনেতার। ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে অভিনেতা প্রতিবাদ করতে যান। তখন তাঁকে মাটিতে ফেলে এলোপাথারিভাবে মারধর করা হয়, ছুরি দিয়ে কোপানোর পর রড দিয়ে মাথায় আঘাত করা হয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
–
–
–
–
–
–
–
–