কোথায় চোট পেয়েছেন বুমরাহ? জানালেন দলের সতীর্থ

0
5

সিডনিতে চলছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচে চোট পান যশপ্রীত বুমরাহ। চোটের জন্য মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা যায় সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। তবে বুমরাহকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বা কোথায় চোট লেগেছে, সেই নিয়ে তখন কিছু জানান হয় টিম ইন্ডিয়ার পক্ষ থেকে। তবে ম্যাচ শেষে সামনে চোটের আপডেট। বুমরাহর চোট নিয়ে মুখ খুললেন দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণা।

ম্যাচ শেষে প্রসিদ্ধ বলেন, “ বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত ওকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।“ তবে বুমরাহ সিডনি টেস্টের চতুর্থ দিন বল করতে পারবেন কিনা , সেই নিয়ে কিছু জানাননি প্রসিদ্ধ। জানা যাচ্ছে, বুমরাহর চোটের অবস্থা কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে।

এদিকে সিডনি টেস্টে চোট পাওয়ার আগে নজির গড়েন বুমরাহ। সিডনিতে মার্নাস লাবুশানেকে আউট করে টেস্ট ক্রিকেটে আরও একটি নজির গড়েন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। সিডনিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে বুমরাহের উইকেট সংখ্যা ৩২টি। আর এর সৌজন্যে বেদীর রেকর্ড ভেঙে দেন তিনি। ১৯৭৭-৭৮ মরশুমে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিশাণ সিং বেদী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরি‌জে ৩১টি উইকেট নিয়েছিলেন। আর শনিবার লাবুশানেকে আউট করে বুমরাহ ভেঙ দেন ভারতের প্রাক্তন স্পিনারের ৪৬ বছরের পুরনো সেই রেকর্ড ।

আরও পড়ুন- ‘ আমার ভাগ্য অন্য কেউ ঠিক করবে না’ নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত