মালদহে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলিবিদ্ধ আরেক তৃণমূল (TMC) কর্মী। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) নওদা। অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চলে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে তারা মায়ের বিসর্জন উপলক্ষ্যে নওদায় একটি শোভাযাত্রা বের হয়। সে সময় একটি অনুষ্ঠান শেষ করে সেখান থেকে ফিরছিলেন তৃণমূল (TMC) কর্মীরা। অভিযোগ, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আচমকা বচসা বাধে তৃণমূল কর্মীদের। সে সময় কয়েকজন দুষ্কৃতী গুলি চালাতে শুরু করলে ওই যুবকের গলায় লাগে। আক্রান্ত যুবকের নাম রিন্টু বিশ্বাস। তিনি নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামের বাসিন্দা। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে অশান্তির সূত্রপাত তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শোভাযাত্রা যাওয়া নিয়েই দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পরে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
–
–
–
–
–
–
–





























































































































