নতুন বছরের শুরুতে যে কনকনে ঠান্ডার অনুভূতি ছিল, দিন দুই যেতে না যেতেই তা উধাও দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সৌজন্যে পশ্চিমে ঝঞ্ঝার পুনরাগমন। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত, তবে পূবালী হাওয়া প্রবেশ করছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিসের (Weather Department) কর্তারা। শনিবার সকাল থেকে কুয়াশার দাপট বেড়েছে জেলায় জেলায়। আবহাওয়ার খামখেয়ালীপনায় ফের উষ্ণতার ছোঁয়া রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানাচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। রবিবার থেকে এক ধাক্কায় চার ডিগ্রি মতো চড়তে পারে পারদ। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গ শুষ্ক থাকলেও, আগামী সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
–
–
–
–
–
–
–
–