সিডনিতে দাপট সিরাজ-বুমরাহর, ব্যাট হাতে ব্যর্থ বিরাট-রাহুলরা

0
3

সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ১৪১। টিম ইন্ডিয়া এগিয়ে ১৪৫ রানে। ভারতের প্রথম ইনিংসে ১৮৫ রানের জবাবে অজিরা ১৮১ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় ভারত। ভারতের হয়ে বল হাতে দাপট মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং যশপ্রীত বুমরাহর।

ম্যাচের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দেয় ভারতীয় বোলাররা। যার ফলে অজিদের প্রথম ইনিংস থামল ১৮১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রান ওয়েবস্টারের। ২১ রান অ্যালেক্স কেরির। ১০ রান করেন প্যাট কামিন্স। ভারতের হয়ে তিনটি করে উইকেট মহম্মদ সিরাজ , প্রসিদ্ধ কৃষ্ণার। দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং নীতিশ রেড্ডির। তবে উইকেট পাননি রাবীন্দ্র জাদেজা।

৪ রানের লিড পেয়ে ব্যাত করতে নামলে দ্বিতীয় ইনিংসেও একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ২২ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১৩ রানে আউট হন কে এল রাহুল। ১৩ রান করেন শুভমন গিলও। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। করলেন ৬ রান। তবে এদিন রান পেলেন ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। জাদেজা করেন ৮ রান। রান পাননি নীতিশ কুমার রেড্ডিও। ৪ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার বোলাররা সিডনিতে দাপট দেখালেও, ব্যাটাররা ব্যর্থ। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট স্কট বোলান্ডের। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং ওয়েবস্টার।

আরও পড়ুন- লড়াকু ফুটবল মহামেডানের, নর্থইস্টের সঙ্গে গোলশূন্য ড্র সাদা-কালো ব্রিগেডের