আর জি কর খুন ও ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিবারও অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানালেন। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) যে সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে তদন্তে প্রকাশ করেছে, তার সর্বোচ্চ শাস্তি (capital punishment) দাবি নির্যাতিতার পরিবারেরও। সেই সঙ্গে এই মামলায় ৫৭ পাতার আবেদন শিয়ালদহ আদালতে পেশ করা হল নির্যাতিতার পরিবারের তরফে।
প্রথমে রাজ্য পুলিশে অনাস্থা। পরে সিবিআই-এর (CBI) তদন্তেও আস্থা নেই বলে জানিয়েছিলেন আর জি করের ( R G Kar Hospital) নির্যাতিতার পরিবার। রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে এই ঘটনার মূল অভিযুক্ত প্রকাশ করে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। বারবার রাজ্যের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। শনিবার আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষেও সর্বোচ্চ ফাঁসির (hanging) শাস্তি দাবি করা হল। যদিও নির্যাতিতার পরিবার আদালতে দাবি করে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত।
শনিবারও আর জি করের বিচার মামলার শুনানিতে সিবিআই (CBI) তদন্তে অনাস্থা প্রকাশ করা হয় নির্যাতিতার পরিবারের তরফে। সেই সঙ্গে ঘটনার দিন বিভিন্ন পদক্ষেপ সংক্রান্ত বিষয় নিয়ে মামলার বিভিন্ন দিক তুলে ধরে ৫৭ পাতার লিখিত বক্তব্য পেশ করা হয়। আবেদন জানানো হয় ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তদন্তে তাদেরও দোষী সাব্যস্ত করা হোক। যদিও এদিন আদালতে (Sealdah Court) সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করেন এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। অভিযুক্ত সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
–
–
–
–
–
–
–