চলন্ত বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, আটক ২

0
3

ধর্মতলা-সাঁতরাগাছি(Esplanade -Santragachi) রুটের চলন্ত বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ১০০ ডায়াল করে ফোনে পুলিশের সাহায্য চাইলেন এক মহিলা যাত্রী, আটক ২।

বাসের মহিলা যাত্রীরা বলছেন, বেসরকারি ওই গাড়িতে লেডিস সিটে দুজন পুরুষ বসে ছিলেন। উঠে যাওয়ার কথা বললেও তাঁরা ভ্রুক্ষেপ করেননি। এরপর এক মহিলা প্রতিবাদ করলে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেন অভিযুক্তরা। দ্রুত ১০০ ডায়াল করে পুলিশকে গোটা বিষয়টি জানান ঐ মহিলা। এরপরই অত্যন্ত তৎপরতার সঙ্গে লোকেশন ট্র্যাক করে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস দাঁড় করিয়ে অভিযুক্তদের আটক করে শিবপুর থানার পুলিশ (Shibpur Police Station)।