ফের একবার খাদে সেনাবাহিনীর গাড়ি। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বন্দিপোরায় সেনার গাড়ি খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হল চার সেনা জওয়ানের (Indian Army)। তিনজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে শ্রীনগরের হাসপাতালে। বরফের কারণে গাড়ির চাকা পিছলে যাওয়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
বন্দিপোরা এলাকায় গত কয়েকদিন ধরেই বরফের (snowfall) কারণে রাস্তাঘাটে যাতায়াত বিপজ্জনক রয়েছে। শনিবার সকালে সদর কূট পায়েন এলাকা দিয়ে একটি সেনাবাহিনীর ট্রাক সাত জওয়ানকে নিয়ে যাচ্ছিল। সেই সময় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি সোজা গভীর খাদে (deep jeorge) গিয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে উদ্ধারে হাত লাগায় সেনাবাহিনী।
ঘটনাস্থল থেকে আহত জওয়ানদের উদ্ধার করে বন্দিপোরা (Bandipora) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত তিনজনকে শ্রীনগর রেফার করা হলে পথে মৃত্যু হয় আরও দুই জওয়ানের। সম্প্রতি এই নিয়ে তৃতীয় ঘটনা ঘটল যেখানে খাদে গাড়ি পড়ে যাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরে মৃত্যু হল সেনা জওয়ানদের।
–
–
–
–
–
–
–