নয়া কীর্তি ইসরোর (ISRO)। মহাকাশে বরবটি চাষে আরো একধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো মহাকাশে বরবটির বীজ অঙ্কুরিত (seed germination) করতে সফল হয়েছে। বিজ্ঞানীদের আশা, শীঘ্রই বীজগুলি থেকেও পাতা বেরোবে। এই পরীক্ষাটি বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে কিভাবে মহাকাশে গাছপালা বেড়ে ওঠে।
ইসরো (ISRO) আগেই জানিয়েছিল, মহাকাশের মতো প্রতিকূল পরিবেশে যদি বীজ থেকে গাছের জন্ম দিতে পারি, অতি সামান্য পরিমাণ জলেই যদি কাজটা হয়, তবে আগামিদিনে মানুষ মরু অঞ্চল কিংবা পৃথিবীর অতি খরাপ্রবণ (draught prone) অঞ্চলেও চাষ করতে পারবে। মহাকাশে নিয়ন্ত্রিত পরিবেশে, খুব সামান্য গ্র্যাভিটেশনে ৮টি বরবটি বীজ থেকে ৮টি চারা তৈরির চেষ্টা চলবে। কমপক্ষে দুটো পাতা যাতে গজায় সেটা দেখা হবে।
ইসরো (ISRO) এক্স হ্যান্ডেলে বরবটির বীজ অঙ্কুরিত হওয়ার কথা জানিয়েছে। লেখা হয়েছে, ‘মহাকাশে (Space) জীবন শুরু! PSLV-C60 POEM-4-এ VSSC-এর CROPS (কমপ্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডিজ) পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছিল। বরবটির বীজ ৪ দিনে অঙ্কুরিত হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই পাতা বেরিয়ে আসবে।’ বলে রাখা দরকার যে বরবটির বীজগুলি ৩০ ডিসেম্বর স্পেড এক্স মিশনের সঙ্গে পিএসএলভি সি 60 রকেটে পাঠানো হয়েছিল। গবেষণার দায়িত্বে রয়েছে Vikram Sarabhai Space Centre-এর Orbital Plant Studies বিভাগ।
–
–
–
–
–
–
–