জাল পাসপোর্ট (Fake Passport) কাণ্ডে এবার গ্রেফতার হলেন অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর। ধৃত আব্দুল হাই পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন বলে জানা গেছে। কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এই প্রাক্তন এসআই সরাসরি মূল অভিযুক্ত মনোজ গুপ্তর টিমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শুক্রবার উত্তর ২৪ পরগনা জুড়ে তল্লাশি অভিযান চালানোর পর অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তের গতি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই মূল মাথাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হয় পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করতেন। এই সূত্রেই তাঁর জালিয়াতি বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। অর্থের লেনদেনের মধ্য দিয়ে অবৈধ ভুয়ো নথিতেও সিলমোহর দিতেন তিনি। তাঁকে জেরা করে এবার এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত তার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।
–
–
–
–
–
–
–
–





























































































































