নিয়োগ মামলার তদন্তে একধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) বিরুদ্ধে চার্জশিট পেশে রাজ্যপালের অনুমোদন পেয়েছে সিবিআই (CBI)। তার পরই চার্জশিটের কপি আদালতে জমা পড়ে।
নিয়োগে চক্রান্তের অংশ বলে অভিযোগ তুলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। ২০২২-এর ২৩ জুলাই পার্থ-বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) গ্রেফতার করে ED। তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ প্রায় ২ কোটি টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়। স্কুলে নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয় বলে সূত্রের খবর। তারপর থেকে হেফাজতে ছিলেন পার্থ-অর্পিতা। এই অবস্থায়, মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত। প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ‘অপা’-র ‘অ’। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দেয় ED-র বিশেষ আদালত।
তবে, গত বছরের শেষে জামিন চেয়ে সুপ্রিম কোর্ট ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ মামলায় বাকি সবাই জামিন পেলে, কেন পার্থ পাবেন না? প্রশ্ন করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হন পার্থর (Partha Chatterjee ) আইনজীবী। বলেন, অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর।
নিয়োগ মামলায় গ্রেফতারের ৮৮ দিনের মাথায় আদালতে পার্থ-সহ অন্য অভিযুক্তর বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। গত বছর ১ অক্টোবর জেল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, নিয়োগ কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। তার মধ্যে সিবিআইয়ের এই চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল।
–
–
–
–
–
–