এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক।শুক্রবার ভোর চারটে নাগাদ আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংগলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।বছর ৩৮ এর যুবকের বাড়ি আসানসোলের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ায়। পড়ে যাওয়া যুবক ভীষম রায়কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধারের কাজে রয়েছে কোলিয়ারির উদাধারকারী দল ও দমকল বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই ব্যক্তি অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কয়লাখনির খোলা গর্তে পড়ে যান। অবৈধ খনির কারণে জায়গাটি বিপজ্জনক অবস্থায় ছিল। সেটি মেরামত বা সুরক্ষার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। জানা গিয়েছে, প্রায় ১২০-৩০ ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাদটি। দীর্ঘদিন ধরে এই অবৈধ খনি মুখ বন্ধ থাকায় সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেও অনেকেই অনুমান করছেন। এ মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন।
স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধারের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে আসেন রানিগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রানিগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব। তাঁর দাবি, এই খাদগুলো কোলিয়ারি কর্তৃপক্ষ যদি বন্ধ করে দিত তাহলে এই ঘটনা ঘটত না।
–
–
–
–
–
–
–
–