হেডফোন গুঁজে রেললাইনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত তিন কিশোর!

0
2

বারবার সাবধান করা সত্ত্বেও মোবাইল গেমে আসক্তি কিছুতেই কমছে না। এবার কানে হেডফোন গুঁজে রেললাইনে বসে পাবজি খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। বৃহস্পতিবার বিহারের পশ্চিম চম্পারনে (West Champaran, Bihar)এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোকের ছায়া। মৃতেরা হলেন ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারি।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝ বরাবর বসে তিন কিশোর কানে হেডফোন গুঁজে মোবাইল গেমে ব্যস্ত ছিলেন। কোনওদিকেই হুঁশ ছিল না তাঁদের। তাই দ্রুত গতিতে আসার ট্রেনের শব্দও শুনতে পাননি। ফলে ট্রেনের ধাক্কায় একসঙ্গে তিন জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রেল পুলিশ। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করার পাশাপাশি কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।