প্রথম দু’দিনেই বিপুল সাড়া মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ ‘সেবাশ্রয়’-এ। এই উদ্যোগ যত্নের সঙ্গে কাজ করে চলেছে ডায়মন্ড হারবার জুড়ে। দ্বিতীয় দিনেও শিবির জুড়ে ছিল জনজোয়ার। শুক্রবার ৪১টি শিবিরে উপস্থিত ছিলেন ৬,৯৪৫ জন। তার মধ্যে ৪,৩১২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ৩,৯৪২ জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৩৬ জন রোগীকে রেফার করা হয়েছে। ডায়মন্ড হারবারের মানুষ তাঁদের অন্তরের খুশি এবং কৃতজ্ঞতা উজাড় করে দিচ্ছেন সাংসদের প্রতি।
সকল মানুষের জন্য নিবেদিত সেবাশ্রয়ে এক ছাতার তলায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা মিলছে। সেবাশ্রয়ে প্রথম দিনেই পা রেখেছেন ৫,৬৮৯ জন। প্রথম দিনেই ডায়মন্ড হারবার বিধানসভার ৪১টি ক্যাম্পে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। বিনামূল্যে তাঁরা চিকিৎসা-সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করান। প্রথম দিনের হিসেবে ৩,৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ২,৬০০ জনকে। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেবাশ্রয় উদ্বোধন করে জানিয়েছিলেন, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজিত হবে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন। দলমত নির্বিশেষে সবাই এই পরিষেবার আওতায় আসতে পারবেন। প্রতি বিধানসভাতেই ৪০ থেকে ৫০টি শিবিরের আয়োজন হবে। তার মধ্যে অন্তত ১টি মডেল ক্যাম্প থাকবে। ডায়মন্ড হারবারের ১৫ নম্বর ওয়ার্ডের শিবালয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা আশালতা নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন- তৃণমূল স্তরে উন্নতি, ওয়াইএসসিই ও মার্লিন গ্রুপের উদ্যোগে বিশেষ অনুশীলন ক্রিকেটারদের
_
_
_
_
_
_
_
_
_