বর্ডার-গাভাস্কর ট্রফি, সিডনিতে প্রথম দিনের শেষে অজিদের রান ১ উইকেট হারিয়ে ৯ , প্রথম ইনিংসে ভারত করে ১৮৫

0
3

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৯ রান। প্রথম ইনিংসে ভারত করে ১৮৫ রান। প্রথম ইনিংসে ১৭৬ রানে পিছিয়ে অজিরা। ভারতের হয়ে ১ উইকেট যশপ্রীত বুমরাহর।

পঞ্চম টেস্টেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা । এদিন সিডনিতে পঞ্চম টেস্টে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া । সেখানে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান করল ভারতীয় দল । এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, কে এল রাহুল কিনবা শুভমন গিল । তবে লড়াই চালান ঋষভ পন্থ । রোহত শর্মাকে ছাড়াই দল সাজায় টিম ম্যানেজমেন্ট । পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ ।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া । ১০ রানে আউট হন যশস্বী । ৪ রানে আউট হন রাহুল । পঞ্চম টেস্টে রোহিত শর্মার জায়গায় দলে আসেন শুভমন গিল । তবে গিলও এসে কিছু কোন রং বদলাতে পারেনি । ২০ রানে আউট হন তিনি । ১৭ রান করেন বিরাট কোহলি । ৪০ রান করেন পন্থ । গত ম্যাচে যে ভাবে উইকেট দিয়েছিলেন, প্রায় একই ভাবে আবার আউট হন পন্থ। মিড অনে ক্যাচ দেন তিনি। ম্যাচের পরিস্থিতি না বুঝে শট খেলেন পন্থ। বিপদে ফেলেন দলকে। ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা । মেলবোর্নে শতরান করা নীতিশ রেড্ডি এদিন ব্যাট হাতে ব্যর্থ । শূন্যরান করেন তিনি । ১৪ রান করেন ওয়াশিংটন সুন্দর । ২২ রান করেন বুমরাহ । অজিদের হয়ে ৪ উইকেট স্কট বোলান্ডের । ৩ উইকেট নেন মিচেল স্টার্ক । দুটি উইকেট প্যাট কামিন্সের । একটি উইকেট নাথান লিয়নের ।

ভারতের ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ২ রানে আউট হন উসমান খাওয়াজা। ক্রিজে রয়েছেন স্যাম কনস্টাস। ৭ রানে অপরাজিত তিনি।

এদিকে এদিন জল্পনাই সত্যি হয় । বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হল শুক্রবার। প্রথম একাদশে রাখা হয়নি রোহিতকে।

আরও পড়ুন-সিডনিতেও অব্যাহত ভারতের ব্যাটিং ব্যর্থতা, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করল ১৮৫ রান