কাশ্মীরের নাম হবে বৈদিক মুনির নামে? ইঙ্গিত শাহর! নিন্দায় সরব তৃণমূল

0
1

বিজেপি সরকারের নাম বদলের তালিকায় এবার কি কাশ্মীর? এমনই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে। শাহ ইঙ্গিত দিলেন, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে।

মোদি জমানায় বিগত দশ বছরে দেশের একাধিক ঐতিহাসিক স্থানের নাম বদলে দেওয়া হয়েছে, জায়গাগুলির সঙ্গে লেগে থাকা মোগল স্মৃতিকে মুছে ইতিহাস বদলে ফেলার লক্ষ্যে৷ এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। তবে কাশ্মীরের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি রাজ্যের নাম বদল বেশ বিতর্কিত বিষয় হতে পারে। এই তালিকায় নবতম সংযোজন কি জম্মু-কাশ্মীর? প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ইঙ্গিতবাহী মন্তব্যে৷

নয়াদিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়, এটা আমরা সবাই জানি৷ এমন হতেই পারে যে বৈদিক যুগের মুনি কাশ্যপের নাম থেকেই কাশ্মীরের নামকরণ করা হয়েছে৷ শাহর এই মন্তব্যের পরেই প্রবল জল্পনা তৈরি হয়েছে দিল্লিতে৷ প্রশ্ন উঠছে তাহলে কি এবার জম্মু-কাশ্মীরের নাম পরিবর্তন করে বৈদিক মুনি কাশ্যপের নামে রাখতে চলেছে বিজেপি। মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷ এই ভাবে ঐতিহাসিক স্থান পরিবর্তনের সরকারি প্রবণতার তীব্র সমালোচনা করে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ৷ তাদের খুশি করার জন্য বিজেপি অনেক কিছুই করতে পারে। শাহও সেই রাস্তায় হাঁটতে পারেন৷ তবে এই ভাবে কাশ্মীরের নাম পরিবর্তন করা হলে আরও একবার কাশ্মীরের মানুষের স্বাভিমানে আঘাত লাগবে, তারা নিজেদের ভারত থেকে বিচ্ছিন্ন মনে করবে৷ সেই ক্ষেত্রে কাশ্মীর সহ গোটা দেশে অশান্তি দেখা দিতে পারে৷

আরও পড়ুন- চোখের জলে বিদায় কাউন্সিলর বাবলাকে, শেষ শ্রদ্ধা ফিরহাদ-গৌতমদের

_

_

_

_

_

_

_

_