ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ কন্যা!
ঠিক কী হয়েছিল? শুক্রবার সন্ধেই ডায়মন্ড হারবার রোড ধরে নিজের গাড়ি করে বেহালার দিকে যাচ্ছিলেন তিনি। সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময়, ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর।
দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে সানাকে উদ্ধার করা হয়। তাঁর মানসিক অবস্থা যেমন, তাতে তাঁকে ভয়মুক্ত করেন বাড়ি পৌঁছে দেয় পুলিশ। এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়। যদিও দুর্ঘটনায় নিজে অক্ষত থাকলেও এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সানা।
আরও পড়ুন- লড়াকু ফুটবল মহামেডানের, নর্থইস্টের সঙ্গে গোলশূন্য ড্র সাদা-কালো ব্রিগেডের
_
_
_
_
_
_
_
_