বৃহস্পতিবার পড়ে গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি। এ দিন বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (সিএসজেসির) ক্লাব তাঁবুতে হয়ে গেল মিডিয়া ফুটবলের লটারি। প্রিন্ট-ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে বহু টিম অংশ নিয়েছে। আগামি ৫ এবং ৬ জানুয়ারি দুদিন ধরে ক্লাবের মাঠে হবে এই টুর্নামেন্ট। ম্যাচের দু’দিনই মাঠে উপস্থিত থাকবেন তারকা খেলোয়াড়রা।
টুর্নামেন্টে কোন দলের সঙ্গে কোন দলের হবে ম্যাচ তা নিয়ে , বৃহস্পতিবার লটারি। লটারি করেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। ছিলেন ফিফা রেফারি চিত্তদাস মজুমদার। টুর্নামেন্টের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় এদিন।
এই টুর্নামেন্ট নিয়ে শান্তি মল্লিক বলেন, “কাজের প্রবল চাপের মধ্যেও ক্রীড়া সাংবাদিকদের যে ভাবে ফুটবল খেলার জন্য আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখছি, হয়তো এখান থেকেই কয়েক জন ভালো ফুটবলারকে পেয়ে যাব আমরা।“
আরও পড়ুন- আগামিকাল সিডনিতে হাইভোল্টেজ ম্যাচ, পঞ্চম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস ? রইল আপডেট
–
–
–
–
–
–
–
–