পৃথিবীর বাইরে সত্যিই কি আছে অন্য কোনও জগত? মহাকাশে বহাল তবিয়তে ভিনগ্রহীদের বাস? কেমন দেখতে তাদের? কল্পবিজ্ঞানের কল্পনা থেকে বিজ্ঞানের কৌতূহলের মাঝেই এবার বিস্ময়কর ঘটনা। মেঘের উপরে দাঁড়িয়ে মানুষ (human like structure above cloud)!অবাক লাগছে তো? অথচ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মধ্যগগনে মেঘের উপর দাঁড়িয়ে রয়েছেন দুজন ‘মানুষ’ নড়াচড়া করছেন (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।
একটি বাণিজ্যিক বিমানের জানলার ভিতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক যাত্রী। সেখানে আচমকাই মেঘের উপরে মানুষের মতো দুটি অবয়ব দেখা গেছে। তাদের নীচে ছায়াও দেখা যাচ্ছিল। কিন্তু কোনও মানুষের পক্ষে কোনও অবস্থাতেই ওখানে ঐভাবে থাকা সম্ভব নয়। তাহলে কাদের দেখা গেছে? ক্রমশ জোরাল হচ্ছে ‘ভিনগ্রহী’ তত্ত্ব। ভাইরাল ভিডিওটি মায়রা মুর নামে এক মহিলার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ঠিক কোথায়এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে তা স্পষ্ট নয়। নেটাগরিকদের একাংশের দাবি মেঘের অবস্থানের কারণে দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। আবার অনেকের অনুমান, শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে। তবে নেটব্যবহারকারীদের বেশিরভাগই মনে করছেন সত্যিই হয়তো ‘ভিনগ্রহী’রাই ক্যামেরাবন্দি হয়েছেন।
–
–
–
–
–
–
–
–