নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে সবুজায়নও হচ্ছে শহর কলকাতায়। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্টে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, গত দু’বছরে কলকাতায় বৃদ্ধি পেয়েছে সবুজ। নগরায়নের সঙ্গে সমন্বয়ে বজায় রেখেই যে সবুজায়নে জোর দিয়েছে পুরসভা ও রাজ্য সরকার, তার প্রমাণ এই রিপোর্ট।
আইএসএফআর-এর রিপোর্টে বলছে, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দু’বছরে বনাঞ্চল বেড়েছে ০.২৯ বর্গ কিলোমিটার। কলকাতার বনাঞ্চল ১.৭৭ বর্গ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ২.০৬ বর্গ কিলোমিটার। শতাংশের হিসেবে এই বৃদ্ধি ০.৯ শতাংশ থেকে হয়েছে ১.১ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, মহানগরগুলির মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাজধানী দিল্লিতে। চেন্নাইয়ে এই দুই বছরের মধ্যে সবথেকে বেশি ২.৬৪ বর্গ কিলোমিটার কমেছে বনাঞ্চল।
শহরে রাস্তায়, খালের ধারে, বিল্ডিংয়ের সৌন্দর্যায়নে, পার্ক-সড় বিভিন্ন ক্ষেত্রে গাছের ওপর ভিত্তি করে এই রিপোর্ট। বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহুরে বনাঞ্চলের। জীব বৈচিত্র্যেও বনাঞ্চলের ভূমিকা অপরিসীম। সম্প্রতি কলকাতা পুরসভা সবুজ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলকাতা পুরসভা গত কয়েক বছরে কয়েক হাজার গাছ লাগিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। এই অভিযান জারি রেখেছে পুরসভা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীরা। কিলোমিটার হয়েছে, যা ৫.৪৮ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
–
–
–
–
–
–
–
–