অনলাইন প্রতারণা মামলায় কলকাতা-সহ পাঁচ জেলায় তল্লাশিতে ইডি

0
1

নতুন বছরের শুরুতেই বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, ভিন রাজ্যের একটি অনলাইন প্রতারণা মামলায় কলকাতা ও জেলার পাঁচটি জায়গায় তল্লাশি চলছে। এদিন সল্টলেকে সদানন্দ ঝাঁ নামে এক ব্যক্তির বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেখান থেকে তার আত্মীয় গোপাল ঝাঁর রঘুনাথপুরের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইআটি-সহ কলকাতার মোট ৫ এলাকায় চলছে তল্লাশি। সেই সঙ্গে এদিন একাধিক জেলাতেও হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, চেন্নাইয়ে হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। আর সেই প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। কার্যত সেই পরিপ্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গাতে তল্লাশি শুরু করেছে ইডি।