সীমান্ত পাহারায় ব্যর্থ বিএসএফ! এবার মুখ খুললেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

0
1

অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক (MEA) সীমান্ত পাহারায় যে ব্যর্থ এ কথা, বাংলার মুখ্যমন্ত্রী থেকে বাংলার পুলিশও বারবার উল্লেখ করেছে। যার প্রমাণ সম্প্রতি বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনায় পাওয়া গিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিজেপি পরিচালিত অসম (Assam) এবং ত্রিপুরা (Tripura) থেকেই। এই অনুপ্রবেশকারীরা ধরা পড়ার পরে তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল বিএসএফের (BSF) ব্যর্থতাতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশ প্রমাণিত হয়েছে। এবার কার্যত সেই কথাই মেনে নিলেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

হিমন্ত বিশ্বশর্মার দাবি, অসম পুলিশ প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (infiltration) গ্রেফতার করে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পরে অসম পুলিশকে তৎপর হতে হয় এই অনুপ্রবেশকারীদের গ্রেফতারিতে। একই পরিস্থিতি বিজেপি শাসিত ত্রিপুরাতেও। সেখানেও অনুপ্রবেশ নিয়মিত হচ্ছে দাবি করেন হিমন্ত (Himanta Biswa Sarma)। আর এই অনুপ্রবেশ অগাস্টে বাংলাদেশে (Bangladesh) ক্ষমতার পালাবদলের পরেই বেড়েছে বলে তিনি দাবি করেন।

হিমন্তের দাবি, ক্ষমতার বদল হওয়া বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়ায় সেখানকার বস্ত্রশিল্প (textile industry) ভেঙে পড়েছে। সেই শিল্পের শ্রমিকরা জীবিকার সন্ধানে ঢুকে পড়ছে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে। যদিও এরপরেই হিমন্তের চাঞ্চল্যকর দাবি, এই অনুপ্রবেশকারীদের অসম পুলিশ গ্রেফতার করে না। কারণ এদের গ্রেফতার করলে এরা ভারতের জেল ভরিয়ে দেবে। তাই অসম পুলিশ (Assam police) তাদের নিজস্ব পদ্ধতিতে বাংলাদেশেই ফেরৎ পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। সেক্ষেত্রেও বিএসএফ-কেই টপকে কাজ চালাচ্ছে অসম পুলিশ, কার্যত দাবি করেন অসম মুখ্যমন্ত্রী।