মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও রাজ্যে উৎপাদিত আলু বাইরে যাচ্ছে। এই বিষয়ে নবান্নের বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি বাজারে কেজি প্রতি আলুর দাম ৪০ টাকা ছুঁয়েছিল। এরপরই আলুর কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাজারে নজরদারির জন্য টাস্ক ফোর্সকেও নির্দেশও দেন। তারপরেও আলু বাইরে যাচ্ছে বলে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলুর দাম নিয়ে বেচারাম মান্নার (Becharam Manna) বেটিং-এর অভিযোগ খতিয়ে দেখে চক্র ভাঙার নির্দেশ রাজ্যের প্রশাসনিক প্রধান।
এদিন প্রশাসনিক বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না অভিযোগ করেন, “ক্রিকেটে যেমন বেটিং চলে, তেমন আলুতেও (Potato) একটা সিস্টেম আছে। এটাকে হোর্ডিং মার্কেট বলে। এরা মূলত কলকাতার দিকে যে আলুগুলে আসে সেই মার্কেটে এই কালোবাজারি করে। বর্ধমানের মেমারি, কালনার বুলবুলি তলা, গুগলির বুনচি, ভান্ডারিহাটি, তারকেশ্বর এলাকা থেকে এটা করা হয়। এরা মনোপলি রেট ঠিক করে। কালকে আলুর রেট কী হবে তারা আজ সন্ধেয় বসে ঠিক করে।”
অভিযোগ শুরু মুখ্যমন্ত্রী জানতে চান, এই চক্রে কারা রয়েছে? বেচারাম জানান, “ডিজি এবং মুখ্যসচিবকে তালিকা দিয়েছেন। ব্যবস্থা নিলে এই চক্র বন্ধ হয়ে যাবে।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “চক্র সরকার চালাবে না সরকার সরকার চালাবে?” মমতা বলেন, “বাজারে নতুন আলু উঠছে। এখনই অনেকে বলবে, কোল্ড স্টোরেজের আলু (Potato) বের করে দিন। আমি জানি, মেদিনীপুর ও গড়বেতার কিছু ব্যবসায়ী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাঁদের ধরুন, ব্যবস্থা নিন।” এরপরই ডিজি এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
–
–
–
–
–
–
–