নতুন বছরে নয়া সফরে আরমান, আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া গায়কের

0
4

২০২৫-এর শুরুতেই সুখবর দিলেন আরমান মালিক (Armaan Malik)। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই প্রেমিকা আশনা শ্রফকে ঘরণী করলেন গায়ক। অনুভূতি ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। গত বছরেই বাগদান সেরে রেখেছিলেন এবার চারহাত এক হল। দিনের আলোকে সাক্ষী রেখে সাবেকি সাজে নতুন জীবনের শপথ নিলেন যুগলে।

ফুলের পাঁপড়ির ছোঁয়ায় কমলা রঙের লেহঙ্গা ও তাঁর সঙ্গে মানানসই পান্নাখচিত গয়নায় সাজলেন কনে। গায়কের বিয়ের পোশাক ছিল পিচ রঙের শেরওয়ানি। বিয়ের ছবি ভাগ করে নিয়ে আরমান লিখেছেন, ‘তু হি মেরা ঘর’। আশনা পেশায় একজন নেট প্রভাবশালী। তিনি ফ্যাশন দুনিয়ার মানুষ। বাগ্‌দান সারার আগে প্রেমিকার জন্য একটা মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। আশনা- আরমানের আশিয়ানাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

_

_

_

_

_

_

_

_