নিজে খুনের পর মা ও বোনেদের নিথর দেহের ভিডিও অনলাইনে শেয়ার অভিযুক্ত যুবকের!

0
2

নতুন বছরে লখনউয়ে একই পরিবারের পাঁচজনের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বেনজির ভাবে নিজের হাতে খুনের পর মা ও বোনেদের নিথর দেহ দেখিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে শেয়ার করেছে অভিযুক্ত যুবক। শুধুমাত্র তাই নয়, তিনি ব্যাখ্যা করেন কীভাবে তিনি তাদের হত্যা করেছেন। অভিযুক্ত আরশাদ (২৪)-এর দাবি, আগ্রায় তার পারিপার্শ্বিক চাপে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷ চূড়ান্ত মানসিক চাপে তিনি এই কাজ করেছেন বলে যুক্তি তার৷

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, আরশাদের পরিবার নতুন বছরকে স্বাগত জানাতে আগ্রা থেকে লখনউ শহরে এসেছিলেন৷ গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, আরশাদের বাবা বদরও ছেলের সঙ্গে এই হত্যাকাণ্ডের চক্রী৷ তিনি পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি৷

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণ তাঁর পারিপার্শ্বিককে দায়ী করছেন হত্যাকাণ্ডের কারণ হিসেবে৷ তার বক্তব্য, তিনি চাননি বোনেরা বিক্রি হয়ে যাক৷ জমি সংক্রান্ত বিবাদের কথাও বলেন তিনি ৷ তিনি বলেন, বাবার সঙ্গে মিলে আমি মা এবং বোনেদের খুন করেছি৷ আর কী-ই বা করার ছিল আমার? হায়দরাবাদে তাঁদের বিক্রি হয়ে যেতে দেখতাম? ভিডিয়োয় ওই তরুণের দাবি, এইভাবে তাদের সম্মান বাঁচানো হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।